১৮ তম শিক্ষক নিবন্ধন ভাইভা টিপস ভাইভা টিপস

18 তম শিক্ষক নিবন্ধন ভাইভা টিপস, ভাইবা প্রিপারেশন- ০১. ভাইবা পরীক্ষার একদিন আগে অবশ্যই পরীক্ষা কেদ্রের আশেপাশে থাকার চেষ্টা করবেন। যাতে আপনার জার্নির কষ্টটা না হয় রিল্যাক্স থাকা যায়।
০২. পরীক্ষা নিয়ে অযথা চিন্তা করবেন না। আপনি পারেন বা না পআরেন কেউ আপনাকে মারবে না এটা মাথায় রাখবেন এবং রিল্যাক্স থাকার চেষ্টা করবেন সবসময়। প্রতিটা প্রেশ্নের উত্তর কনফিডেন্ট সহকারে দিবেন। না পারলে অপারগতা আপনি অকপটে স্বীকার করবেন। পারতেন এখন মনে নেই এমন কোনো ভাব নিয়ে থাকাটা উচিত নয়।
০৩. পরীক্ষার পূর্বে আপনার সকল সনদপত্র এবং দরকারি কাগজ-পত্র গুলো তৈরি করে রাখবেন।
১৮ তম শিক্ষক নিবন্ধন ভাইভা টিপস ভাইভা টিপস
০৪. আপনার বিষয় সম্পর্কে সাম্যক একটা জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। যেমন: বাংলা বিষয়ের কোনো কেন্ডিডেট হলে আপনে সাহিত্য ভালো করে জেনে যেতে হবে প্রাচীন থেকে আধুনিক প্রতিটার সময়ের আলাদা আলাদা করে নোট করে পড়বেন । গ্রামার সম্পরে টুকটাক ধারনা থাকলেই হয়।
০৫. আপনার নিজ সম্পর্কে কী কী বলবেন কেমন কেমন বললে বোর্ড কর্মকর্তা খুশি হবে বা আপনার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবে সেটা নোট করে রাখেন এবং বারবার পড়েন। নিজ বিভাগ , জেলা , থানা , সম্পর্কে জেনে যাবেন। আপনার জন্মস্থানের নিকটবর্তী বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জানবেন।
১৮ তম শিক্ষক নিবন্ধন ভাইভা টিপস ভাইভা টিপস
০৬. বর্তমার প্রেক্ষাপট সম্পর্কে জানুন যেমন জুলাই আন্দোলন থেকে তার এখন পর্যন্ত মোটামুটি সব বিষয় ধারনা রাখুন।
০৭. পরীক্ষার কেন্দ্রে পরিপারি হয়ে যাবেন ফরমাল পোশাক , যারা সেইভ করে সেইভ করে যাবেন মাথার চুল শালিন ভাবে কাটিয়ে যাবেন।
০৮. পরীক্ষায় যেহেতু সনদপত্রে এবং উপস্থীতিতে বড় একটা নম্বর আছে তাই কাগজপত্র সব ঠিক ঠাক করে নিবেন এবং আপনাকে সুন্দর এবং সাবলিল ভাবে উপস্থাপনা করবেন। ভাইবার হলে আপনি নার্ভাস তা বুঝতে দিবেন না ।
সবার জন্য শুভকামনা রইলো আপনারাই হবেন আগামির দেশ গড়ার কারিগর।